খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

এসএসসি পরীক্ষা : পাঞ্জেরী ও লেকচার গাইড থেকে প্রশ্ন এসেছে বেশি

নিজস্ব প্রতিবেদক

আজ অনুষ্ঠিত এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্রে পাঞ্জেরী ও লেকচার গাইড অনুসরণ করা হয়েছে। অধিকাংশ পরীক্ষার্থীরাই ১শ’ মার্কের উত্তর দিতে সক্ষম হয়েছে। সৃজনশীল প্রশ্নপত্র সহজ হয়েছে । সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের অংশ নেওয়া পরীক্ষাদেয় একাংশ শিক্ষার্থীরা এ অভিমত ব্যক্ত করেন। পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা হাসি মুখে স্বজনদের জড়িয়ে ধরেন। সন্তানের সাফল্যে অভিভাবকরাও উৎফুল্ল ছিলেন। শিক্ষকদেরও ছিল বুকভরা আনন্দ।

সকাল ১০ টা থেকে ১ টা পযন্ত তিন ঘন্টার পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। সারা সময়টা ছিলেন ব্যাস্ত। তাদের জীবনে এটাই প্রথম পাবলিক পরীক্ষা। প্রশ্ন কমান আসায় উদ্বেগ ও উৎকন্ঠার ছাপ ছিল না মুখে। এ পরীক্ষা কেন্দ্রে জিলা স্কুল, ফাতিমা, সবুরণনেসা, পাইওনিয়ার, কালেক্টরেট, উদয়ন, রুপসা ও হাজী আঃ মালেক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষাথীরা অংশ নেয়।

তাদের মধ্যে জিলা স্কুলের একজন পরীক্ষার্থী রবিউল আজমির। তিনি বলেন, প্রশ্নপত্র তৈরিতে পাঞ্জেরী গাইড অনুসরণ করিা হয়েছে। একই স্কুলের দু’ পরীক্ষার্থী এস এম মসিউল ইসলাম ও তানভির আহমেদ তমাল। তারা বলেন, বাংলা প্রথম পত্রের সাতটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। পরীক্ষা ভালো হয়েছে। পাঞ্জেরী গাইড থেকে প্রশ্ন এসেছে। একই স্কুলের রিসাদ ও প্ররায় বলেন, লেকচার গাইড থেকে প্রশ্ন এসেছে। ১১ নাম্বার প্রশ্নে খ দাগের হকিকুল্লাহ (হকিবুল্লাহ্ ) বানানটি ভুল এসেছে। হলের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান মিম বলেন, প্রশ্ন খুবই ভালো ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আমি লেকচার গাইড অনুসরণ করি । তার ধারণা প্রশ্নপত্র তৈরিতে লেকচার গাইড অনুসরণ করা হয়েছে।

ফাতিমা উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্য থেকে রুপা, সাদিয়া ও মাহিরা জানান, লেকচার গাইড থেকে অনেক প্রশ্ন পেয়েছি। পরীক্ষা ভালো হয়েছে। আমরা শত ভাগ প্রশ্নের উত্তর দিয়েছি।

পরীক্ষার প্রথমদিনে অসদুপায় অবলম্বনের জন্য পাইকগাছা উপজেলায় চার জন এবং ডুমুরিয়ায় এক জন বহিষ্কৃত হয়। এসএসসি পরীক্ষার্থীয় ২১২ জন, দাখিল পরীক্ষায় ১৪২ জন এবং ভকেশনালে ৪১ জন অনুপস্থিত ছিল। জেলায় পরীক্ষায় ২৫ হাজার ৮৭৪ জন অংশ নেয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!