খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১
  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই

বাংলায় বিদ্রোহী কবিতা পড়লেন ভারতের রাষ্ট্রপতি

গেজেট ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ও আগামীকাল ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ এখানে বক্তব্য দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নমস্কার, শুভ সন্ধ্যা এবং আসসালামু ওয়ালাইকুম বলে বক্তব্য শুরু করেন তিনি। এরপরই বাংলায় কোবিন্দ বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ, শরণার্থী এবং নির্যাতিতদের কথা স্মরণ করেন ভারতের রাষ্ট্রপতি। বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামের প্রসঙ্গে কথা বলতে বলতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে বাংলায় উদ্ধৃতি দেন রামনাথ কোবিন্দ। তিনি কবিতাটি থেকে পড়েন, ‘আমি বিদ্রোহী রণক্লান্ত/আমি সেইদিন হব শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না/অত্যাচারীর খড়গ কৃপাণ/ভীম রণভূমে রণিবে না।’

এদিকে বিজয়ের ৫০ বছর পূর্তিতে সারা দেশের মানুষকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। দেশের বিভাগীয় জেলা, জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!