আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। তার আগে কোভিড প্রটোকল পর্যবেক্ষণে নিউজিল্যান্ড থেকে আসছে প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দল বা পর্যবেক্ষক দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোভিড প্রটোকল যাচাই করবে এবং প্রতিক্রিয়া জানাবে নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি)। তাদের প্রতিবেদন দেখে বাংলাদেশে দল পাঠাবে বোর্ড।
বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ। বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় পরিচালনা করেছে বিসিবির মেডিকেল বিভাগ। যথারীতি নিউজিল্যান্ড সফরের কোভিড প্রটোকলও দেখভাল করছে বিভাগটি।
মেডিকেল বিভাগ জানিয়েছে, টম ল্যাথামরা বাংলাদেশ সফরে আসার এক সপ্তাহ আগে বাংলাদেশে আসবে কিউইদের প্রতিনিধি দল বা পর্যবেক্ষক দল। মেডিকেল বিভাগের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘১৭ আগস্ট বাংলাদেশে এসে প্রতিনিধি দল মিরপুরের হোম অব ক্রিকেট পর্যবেক্ষণ করবেন এবং বিসিবির কোভিড প্রটোকল সম্পর্কে অবহিত হবেন। প্রতিনিধি দলে থাকবেন দলটির স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা।’
নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত। বিদেশ সফরের ক্ষেত্রে তাই সতর্ক থাকে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় খানিক বাড়তি সতর্কতা ব্ল্যাকক্যাপসদের।
এর আগে বাংলাদেশ সফরের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবি অবশ্য কোভিড প্রটোকলের সব কঠোরতা মেনেই আয়োজন করে সিরিজ। দীর্ঘ ৪ বছর পর বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় অজিরা।