ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি নিয়ে শুরু হয়েছে টালবাহানা। পূর্বনির্ধারিত সূচিতে দুটি প্রস্তুতি ম্যাচ থাকলেও তা বাতিল করেছে দেশটি। যদিও সিরিজ আয়োজনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান। এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
ইংল্যান্ডের বাংলাদেশ সফর মানেই নানা টালবাহানা। এটা লাগবে তো ওটা থাকা চলবে না। একের পর এক চাহিদা, তারপরও মন ভরে না ক্রিকেটের এই মোড়লের। দুই বোর্ডের সম্মতিতে সফরের সূচি চূড়ান্ত হয়েছিল ২৭ ডিসেম্বর। এরপর বিপিএলের চট্টগ্রাম পর্ব চলাকালীন বাংলাদেশ সফরে আসে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হেড অফ অপারেশন। সফর শেষে বিসিবি’র আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে গেলেও তাদের চাহিদানুযায়ী পূর্ব নির্ধারিত সূচিতে আনতে হচ্ছে পরিবর্তন।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ওরা ট্যুরটাকে শুধু অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছে পরবর্তীতে এবং সেভাবেই প্ল্যান হচ্ছে। ইংল্যান্ডের একটা আগাম দল এসেছিল, ওদের হেড অব ক্রিকেট অপারেশন্স ও আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা ঢাকা ও চট্টগ্রামের ফ্যাসিলিটিজগুলো ঘুরে দেখেছেন। অতীতে ইংল্যান্ড ও যে বড় বড় দলগুলোকে সফলভাবে আমরা হোস্ট করেছি, এবারও সেভাবে করতে পারব।’
তবে খুব বেশিদিন পেছোবে না ইংল্যান্ডের বাংলাদেশ সফর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংলিশদের। সে জায়গায় তারা বাংলাদেশে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।
প্রস্তুতি ম্যাচ না হলেও অপরিবর্তিত থাকছে সিরিজের সূচি। আগামী ১ মার্চ মিরপুরে ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে ইংলিশদের বাংলাদেশ সফর। এরপর হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
খুলনা গেজেট/কেডি