খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি শুরু করছে নেপাল

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরবর্তী ফুটবলে নেপালের বিরুদ্ধে ফিরছে বাংলাদেশ। আগামী মাসে দুটি ম্যাচ খেলতে ঢাকা সফর করবে নেপাল জাতীয় দল। দুই দলের মধ্যে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রস্তাবে সাড়া দিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)। দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (এনএসসি) কাছ থেকেও সবুজ সংকেত মিলেছে। ২৬ অক্টোবর নেপালের সবচেয়ে বড় উৎসব দাসেইন (দশমী) শেষ হবে। এরপরই শুরু হবে দেশটির অনুশীলন ক্যাম্প। এএনএফএ’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যদিও কবে নাগাদ সফরে আসছে নেপাল তা অস্পষ্ট। তবে ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক অনুশীলন করে আগামী ৫ নভেম্বর ঢাকা পৌঁছবে তারা। এদিকে বাংলাদেশ সফরে নেপালের খেলোয়াড়, স্টাফ ও কোচদের জন্য স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সোমবার এক অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নেপালকে স্বাগত জানাচ্ছি। সব স্বাস্থ্যবিধি মেনেই তাদের আতিথেয়তা দেব। একটা জায়গায় রেখে তাদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে।’

সূত্র জানিয়েছে, ১৪ দিনের বদলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হতে পারে নেপালকে। ধাপে ধাপে করোনা পরীক্ষা করানো হবে সফরকারীদের।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু কঠোর হবো। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজনের সব ব্যবস্থা নেয়া হবে।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!