খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

মোদির ভিসা বাতিল চান মমতা

গেজেট ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সফর করে নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

শনিবার রাজ্যের খড়গপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে নির্বাচন চলছে। আর তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) বাংলাদেশে গেছেন এবং বাংলার বিষয়ে বক্তৃতা করছেন। এটি পুরোপুরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘২০১৯ সালে লোকসভার নির্বাচনে আমাদের সমাবেশে বাংলাদেশি একজন অভিনেতা অংশ নিয়েছিলেন। বিজেপি সেই সময় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এবং তার ভিসা বাতিল করে। এখানে যখন ভোট চলছে, তখন আপনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) জনগণের একাংশের ভোট চাইতে বাংলাদেশে গেছেন। তাহলে কেন আপনার ভিসা বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবো।’

এর আগে, দিনের শুরুতে মতুয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান বাংলাদেশের ওড়াকান্দিতে একটি মন্দিরে নরেন্দ্র মোদির পুজার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দু মতুয়া সম্প্রদায়ের শত শত মানুষ ওড়াকান্দিতে বসবাস করেন। এই সম্প্রদায়ের তিন কোটির বেশি মানুষের আবাস পশ্চিমবঙ্গ; যেখানে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ক্রীড়ানক হতে পারেন তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফরকে রাজনৈতিক হিসেবে দেখছেন অনেকেই। শনিবার সকালের দিকে ওড়াকান্দিতে এই সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বক্তৃতায় তিনি বলেন, ‘আমি এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। তারা ভাবতেও পারেননি যে, ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দি সফর করবেন।’

ভারত থেকে ওড়াকান্দি সফর সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদি। ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের জন্য বিজেপি সরকার একটি বালিকা এবং একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে, শুক্রবার ঢাকায় স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য সত্যাগ্রহ আন্দোলন করার কারণে জেলে গিয়েছিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেক সময় তারা বলেন, মমতা বাংলাদেশ থেকে লোকজন আনছেন এবং অনুপ্রবেশ করাচ্ছেন। কিন্তু তিনি (নরেন্দ্র মোদি) ভোটের মার্কেটিং করার জন্য বাংলাদেশে গেছেন।’

পশ্চিমবঙ্গের আট দফার নির্বাচনের প্রথম দফার ভোট শনিবার সকালে শুরু হয়েছে। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে বেশ কিছু জনমত জরিপে। আগামী ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!