খুলনা, বাংলাদেশ | ১৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮ সালের বিচারকদের শৃঙ্খলা বিধি অনুমোদনের আদেশ স্থগিত
  ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫
  মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সেপ্টেম্বরেই!

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাসে অসংখ্য ক্রিকেট সিরিজ বাতিল ও স্থগিত হয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের অনেক সিরিজও। সবশেষ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ নিয়ে সম্ভাবনা দেখা দিলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। তবে আশার কথা, সেপ্টেম্বরেই সিরিজ খেলতে লংকা সফরে যেতে পারে টাইগাররা।

রোববার এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তবে এখনই এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। এই সফরের ব্যাপারে প্রাথমিক ভাবে দুই বোর্ডের ভেতরে আলোচনা চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এটা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আমাদের কথা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে শ্রীলংকায় করোনার প্রকোপ সবচেয়ে কম। চলতি মাসেই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে দেশটি। এদিকে ঈদের পরই অনুশীলন শুরু করতে পারে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে আর দুই বোর্ড সম্মত হলে শিগগিরই দুই দলের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র।

খুলনা গেজেট/রুবেল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!