খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু বুধবার

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডের মঞ্চে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিপক্ষীয় এই সিরিজের তিনটি ম্যাচই হবে শ্রীলঙ্কার মাটিতে। প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (০২ জুলাই)।কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। এর আগে, সোমবার থেকে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে ওয়ানডে দলের ক্রিকেটাররা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে একই স্টেডিয়ামে। দিবা-রাত্রির ম্যাচ তিনটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এটি দু’দলের একাদশতম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। আগের দশ সিরিজে ছয়বার জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ জয় পেয়েছে দু’বার, বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। দু’দলের সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা ৫৭ ম্যাচে জিতেছে ৪৩টিতে, বাংলাদেশ জিতেছে ১২টিতে, আর দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে চিত্রটা কিছুটা ভিন্ন। সবশেষ দুই দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে বাংলাদেশ। গত ৯ ম্যাচে ৫টিতে জয় এসেছে টাইগারদের ঝুলিতে। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে টাইমড আউট কাণ্ডও এখনও টাটকা স্মৃতিতে।

লম্বা সময় পর বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করছে। ২০১৭ সালের পর এই প্রথম দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলছে দু’দল। এবার টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে যেতে হয়েছে বাংলাদেশকে। গলে প্রথম ম্যাচে কিছুটা লড়াই করলেও এসএসসিতে দ্বিতীয় ম্যাচে ছিল একেবারে নিষ্প্রভ।

এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ। যদিও তার অধিনায়কত্ব পাওয়া, নাজমুল হোসেন শান্তর ওয়ানডে অধিনায়কত্ব না পাওয়া, আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া— সবকিছু মিলিয়ে আলোচনা কম হয়নি।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!