করোনাভাইরাসের কারণে যুবদলগুলোর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি থমকে আছে। তাই এবার শ্রীলঙ্কা ও বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজ খেলার আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ভারত।
২০২০ সালের মার্চ মাসের পরে বেশির ভাগ দলগুলোই আর প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলতে পারেনি। কিন্তু আর চার মাস পরেই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তাই এবার প্রস্তুতি নিয়ে মাথা ঘামানো শুরু করেছে দলগুলো। ভারত প্রথম সিরিজ হিসেবে আয়োজন করতে চায় একটি ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে তারা শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার তথ্য মোতাবেক আগামী নভেম্বর মাসে আয়োজন করা হবে এই ত্রিদেশীয় সিরিজ। তবে সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। প্রতিপক্ষ দেশগুলো এই বিষয়ে অবগত হয়েছে, তবে বোর্ডগুলোকে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। দ্রুতই সব চূড়ান্ত করা হবে।
এই সিরিজের আগে ভারত প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে খেলতে না পারায় যুবদলের রয়েছে প্রস্তুতি ঘাটতি। তাই এবার ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করবে বিসিসিআই।
বিসিসিআইয়ের কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে বোর্ড সবসময় দেশে ও বিদেশে সিরিজ আয়োজন করে। কিন্তু মহামারী তা ভেস্তে দিয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বোর্ড এখন দুইটি দলের কথা ভাবছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আশা করি, এই অভিজ্ঞতা খেলোয়াড়দের সাহায্য করবে।’
প্রসঙ্গত, আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে।