বাংলাদেশ যুব ইউনিয়নের ঝিনাইদহ জেলা কমিটিতে আবু তোয়াব অপু কে সভাপতি, মেহেদী হাসান জোয়ার্দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা কমিটির ৪র্থ জেলা সম্মেলন ও কাউন্সিল আজ (১৯শে মার্চ) শনিবার অনুষ্টিত হয়েছে। ‘কর্মসংস্থানের সংগ্রামে সামিল হও সাহসী তারুণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন সন্মেলন শেষ হয়।
দুই দিন ব্যাপী আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রয়াত্ত পাটকল রক্ষা আন্দোলনের কারা নির্যাতিত শ্র্রমিক নেতা কমরেড এস এ রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি আবু তোয়াব অপুর সভাপতিত্বে ও ঝিনাইদহ সদর কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম মিটুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, রাষ্ট্রয়াত্ত পাটকল রক্ষা আন্দোলনের নেতা কমরেড এস এ রশীদ, জেলা উদীচীর সাবেক সভাপতি কাজী ফারুক, ক্ষেতমজুর সমিতির জেলা আহ্বায়ক স্বপন বাগচী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) জেলা সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মঞ্জু, বাসদ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, মহেশপুরের প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড অরবিন্দু প্রামানিক, উদীচী জেলা সভাপতি কে এম শরীফ, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান জোয়ার্দার, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন শৈলকুপা থানা কমিটির আহ্বায়ক বায়েজীদ হোসেন প্রমূখ।
সভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধগতি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা, যুব সমাজের কর্মসংস্থান সংকট, গণতান্ত্রিক সংকট, মৌলবাদ, নারী নির্যাতন বৃদ্ধির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। অধিবেশনে যুবনেতা আবু তোয়াব অপু কে সভাপতি, যুবনেতা মেহেদী হাসান জোয়ার্দার কে সাধারণ সম্পাদক ও যুবনেতা আরিফুল ইসলাম মিটুল কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি নির্বাচিত হয়।
খুলনা গেজেট/কেএ