খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

বাংলাদেশ বছরের শেষ ম্যাচ খেলবে আজ

ক্রীড়া প্রতিবেদক

দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৩ সাল। আর মাত্র ২৬ দিন পরই বিদায় নিয়ে চলমান বছরটি। চলতি বছরে বাংলাদেশ ফুটবল দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ আজ। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল তিনটায় কমলাপুর স্টেডিয়ামে সাবিনারা সিঙ্গাপুরের মুখোমুখি হবে।

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের পরবর্তী খেলে ২০২৪ সালের মার্চে। নারী ফুটবল দলেরও চলতি বছর আর কোনো ম্যাচ নেই। তাই বাংলাদেশ ফুটবল দলের জন্য আজই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংস ১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে।

সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে বাংলাদেশ আজকের ম্যাচে জয়ের জন্যই খেলতে নামবে।

বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু দ্বিতীয় ম্যাচ সম্পর্কে বলেন,‌ ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরও সতর্ক হয়ে খেলতে হবে।’

আজকের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছেন টিটু ,‘ওরা এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ নাও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।’

প্রথম ম্যাচে তহুরা খাতুনের জোড়ায় সিঙ্গাপুরকে বাংলাদেশ সহজেই হারিয়েছে। তাই তার উপর বাড়তি নজর থাকবে সিঙ্গাপুরের খুবই স্বাভাবিক। এরপরও গোলের ধারাবাহিকতা রাখতে চান এই ফরোয়ার্ড, ‘আমি এই ম্যাচেও গোল করতে চাই। দল জিতলে নিজের কাছেই ভালো লাগবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!