খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের খেলা শুরুর সময় এগিয়ে আসছে

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ অগাস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। তিন দিনের কোয়ারেন্টিনের পর ২৯ অগাস্ট বিকেএসপিতে তাদের জন্য বরাদ্দ ছিল একটি প্রস্তুতি ম্যাচ। আপাতত সেই ম্যাচটি বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হচ্ছে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ডের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় বিকালে।

গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিসিবি ও টিম ম্যানেজমেন্ট বিকাল চারটা থেকে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো শুরুর পরিকল্পনা করেছে বলে জানান তিনি।

নিউজিল্যান্ডের সময় বাংলাদেশের চেয়ে ৬ ঘণ্টা এগিয়ে। বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যায় ম্যাচ শুরু করলে নিউজিল্যান্ডের দর্শকদের জন্য তা মধ্যরাত।

অস্ট্রেলিয়া সিরিজের মত সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরুর পরিকল্পনা থাকলেও বিসিবি তাই সফরকারী দলের দর্শক-সমর্থকদের কথা মাথায় রেখে খেলা শুরুর সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি ম্যাচ শুরুর সময়ের ব্যাপারে।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে পরিকল্পনা, নিউজিল্যান্ডের সাথে যেহেতু আমাদের সময়ের বেশ পার্থক্য রয়েছে… তাদের দর্শকদেরও একটা ব্যাপার আছে। সবকিছু বিবেচনা করে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। চারটার দিকে খেলা শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে।’

আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজের প্রতিটি ম্যাচও অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!