খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

বাংলাদেশ জিতলেই সেমিতে, পাকিস্তানেরও একই সুযোগ

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার ওভালে জিম্বাবুয়ের দেয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় ডাচরা। প্রথম তিন ম্যাচ পরাজয়ের পর সুপার টুয়েলভে ডাচদের এটি প্রথম জয়। নেদারল্যান্ডসের এই জয়ের ফলে সেমিফাইনালে উঠার দৌড়ে বেশ ভালোভাবেই ঠিকে থাকলো বাংলাদেশ ও পাকিস্তান।

বাংলাদেশ ইতোমধ্যে তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ভারতকে যদি টাইগাররা হারাতে পারে এবং শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সঙ্গী হয়ে সেমিফাইনালে পা রাখার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। উল্লেখ্য যে, দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে যেখানে বড় ধরনের অঘটন না ঘটলে প্রোটিয়াদের জয় এক প্রকার নিশ্চিতই বলা চলে।

জিম্বাবুয়ের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশের চেয়ে বেশি সুবিধা হয়েছে পাকিস্তানের জন্য। ডাচদের জয়ের ফলে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে তারা। পাকিস্তান যদি নিজেদের পরবর্তী দুই ম্যাচে জয় লাভ করতে পারে সেক্ষেত্রে তাদের সামনেও সুযোগ থাকবে সেমিফাইনালে খেলার। যদিও পাকিস্তানকে শুধু জয় পেলেই হবে না তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকেও।

অন্যদিকে, বাংলাদেশের গ্রুপে চাপে রয়েছে ভারতও। দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর আজ (বুধবার) যদি বাংলাদেশের কাছে ভারত পরাজিত হয় তাহলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে রোহিত শর্মা-কোহলির দল। এমন কঠিন সমীকরণের প্রেক্ষিতে বাংলাদেশের ম্যাচটি যে ভারতের জন্য অতি গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কোন সন্দেহ নেই। বাংলাদেশের পর নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

ভারতকে হারিয়ে এ গ্রুপে সবচেয়ে বেশি সুবিধায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও ভারতকে হারিয়ে এবং জিম্বাবুয়ের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্টসহ মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। নিজেদের শেষ দুই ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা। যেখানে নেদারল্যান্ডসের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষেও ফর্ম বিবেচনায় জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে বাভুমার দলের।

এদিকে, নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিশ্বকাপ সেমিফাইনালে উঠার দৌড় থেকে প্রায় ছিটকেই গিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মত সেমিফাইনালে উঠার কোন সম্ভাবনা নেই নেদারল্যান্ডসেরও। এই দুই দল ব্যতীত বাংলাদেশ সহ বাকি চার দলের সবারই সুযোগ রয়েছে সেমিফাইনালে উঠার। শেষ পর্যন্ত বাংলাদেশের গ্রুপ থেকে কোন দুই দল সেমিফাইনালে পা রাখে সেটিই এখন দেখার বিষয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!