দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলে অচেনা কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার রীতি আছে ক্রিকেট দলগুলোর। সেই অনুযায়ী বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ডের। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এনজেডসি এই ম্যাচটি বাতিল করেছে।
এনজেডসি জানিয়েছে, বাংলাদেশে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না কিউইরা। অনুশীলন শেষে সরাসরি নেমে যাবে মাঠের লড়াইয়ে। বিডিক্রিকটাইমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
মূলত কোভিড প্রটোকল নিয়ে বাড়তি সতর্ক থাকার কারণেই কিউইরা বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে না। ১ সেপ্টেম্বর সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল বিকেএসপিতে।
বিসিবির মেডিকেল টিমের শীর্ষ এক কর্তা বলেন, ‘কিউইরা নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি খেলছে না। কোয়ারেন্টিন শেষে সরাসরি অনুশীলন করেই মুল ম্যাচে নামবে।’
তিনি জানান, অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজেও দুই দল থাকবে রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশ দলের কোচিং প্যানেল ইতোমধ্যে সেই হোটেলে অবস্থান করছে, যারা অস্ট্রেলিয়া সিরিজের পর আবাস পরিবর্তন করেননি।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। তার আগে প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে দুইবার। প্রথম দফা করোনা পরীক্ষা শেষে ২৪ আগস্ট থেকে শুরু হবে জৈব সুরক্ষা বলয়।
খুলনা গেজেট/এনএম