খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

পর্যটকদের টানতে বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ এই তথ্য জানিয়েছেন।

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটককে সৌদি আরবে আকৃষ্ট করার প্রত্যাশা করছে এসটিএ। গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। সফরে বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ চালু করেন সৌদি আরবের এই মন্ত্রী।

নুসুক চালু ছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কয়েকটি চুক্তিও করে সৌদি আরব। সফরে অংশ নিয়েছিলেন এসটিএর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ।

অনলাইন প্ল্যাটফর্ম নুসুক হল একটি ই-ভিসা এবং বুকিং প্ল্যাটফর্ম। যা হজ ও ওমরাহযাত্রীদের মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের যাত্রাপথ নির্দিষ্ট ও ভ্রমণের ব্যবস্থা করতে সহায়তা করবে।

বাংলাদেশিদের ওমরাহ যাত্রাকে সহজ করার জন্য নুসুক চালু করা হলেও সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখবেন বলে প্রত্যাশা করছে এসটিএ।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন বাজারবিষয়ক এসটিএর প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ বৃহস্পতিবার ঢাকায় আরব নিউজকে বলেছেন, আমাদের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ৩০ লাখের বেশি বাংলাদেশিকে আকৃষ্ট করা… আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার।

‘(চলতি বছরের এখন পর্যন্ত) আমরা ৩ লাখের বেশি বাংলাদেশিকে সৌদি আরবে স্বাগত জানিয়েছি। তাদের বেশিরভাগই ওমরাহ করতে আসছেন। তবে এমন লোকজনও আছেন যারা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করতে আসছেন। কিছু মানুষ ব্যবসার জন্য আসছেন।’

সূত্র: আরব নিউজ।

 

খুলনা গেজেট/ বিএম শহিদুল




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!