খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সামনের পথ স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহি, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে।
মঙ্গলবার (১৮ মার্চ) আছর বাদ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ৩০নং ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ওয়ার্ড বিএনপির প্রায়ত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, আমাদের বিশ্বব্যাপী বন্ধু ও অংশীদারেরা আমাদের সম্মিলিত বিকাশের জন্য অ-হস্তক্ষেপ, সার্বভৌমত্ব এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিশ্বব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে। গণতন্ত্র ও উদার বাণিজ্য অংশীদারত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
অনুষ্ঠানে ৩০নং ওয়ার্ড বিএনপির প্রায়ত নেতৃবৃন্দ মরহুম জালাল উদ্দিন জালু মিয়া, মরহুম আলহাজ¦ আব্দুর রব মিয়া, মরহুম সুলতান আহমেদ খান, মরহুম দেলোয়ার হোসেন দিলখোস মিয়া, মরহুম তৌহিদুল ইসলাম খোকন, মরহুম আব্দুল হক, মরহুম আকবর হোসেন দুলাল, মরহুম ফারুক হোসেন পাটোয়ারী, মরহুম আক্তার হোসেন লাবু, মরহুম হেমায়েত উদ্দিন, মরহুম লোকমান গাজী, মরহুম জাহাঙ্গীর হোসেন, মরহুম ডা. আব্দুর রব গাজী, মরহুম শাহজাহান, মরহুম আনিসুর রহমান ও মরহুম ইসমাইল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাঈদ।
নুরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ ও ইউসুফ হারুন মজনু। এসময় উপস্থিত ছিলেন ইশহাক তালুকদার, গাজী সাহাদাত, জাকারিয়া লিটন, সেলিম বড় মিয়া, শুকুর আলী, আব্দুল করিম, স্বপন হাওলাদার, মহিউদ্দিন মঈন, পারভেজ আহমেদ খান, ইয়াকুব আলী বাহার, সাইমুন ইসলাম রাজ্জাক, ফিরোজ আহমেদ, জাহাঙ্গীর হোসেন দুলাল, তালেব মোল্লা, রাজিবুল আলম বাপ্পি,
আবু মাস্টার, মো. মুন্না, ইউনুস শেখ, কামরুল আলম খোকন, শাহআলম, এম এ সালাম, জাহাঙ্গীর হানিফ, রিপন হাওলাদার, নাসির উদ্দিন পিন্টু, আব্দুর রহমান, খালেক গাজী, আসাদ সানা, আব্দুল হক, আবুল হোসেন প্রমুখ।
খুলনা গেজেট/এমএম