খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

বাংলাদেশের ম্যাচে আজ কেমন থাকবে আবহাওয়া

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তাদেরকে হারাতে পারলে সুপার এইটের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। এর আগে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়াম এলাকার আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশের ভক্তদের। এদিক থেকে আবহাওয়া বার্তায় স্বস্তির খবরই মিলেছে।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-প্রোটিয়াদের ম্যাচ। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে এইডেন মার্করামের দলটি বেশ ফুরফুরে আছে। এ ছাড়া প্রথম ম্যাচ দুটি নাসাউ স্টেডিয়ামে হওয়ায় পিচ সম্পর্কে তাদের অভিজ্ঞতাও ভালো। যদিও নাজমুল হোসেন শান্ত’র দলও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল একই ভেন্যুতে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ হয়েছিল ডালাসে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গতকালের ভারত-পাকিস্তান ম্যাচের সম্পূর্ণ উল্টো চিত্র আজ। বৃষ্টির বাধায় রোহিত–বাবরদের ম্যাচ শুরু হয়েছিল ৫০ মিনিট দেরিতে। এরপর প্রথম ওভার শেষে আবারও বাগড়া দেয় বৃষ্টি। তবে আজ বাংলাদেশের ম্যাচ চলাকালে তেমন কোনো সম্ভাবনা–ই নেই। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। কেবল ওই সময়ই নয়, পুরো দিনই সেখানকার আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া-বিষয়ক প্রতিষ্ঠান ‘আকুওয়েদার’ জানিয়েছে, বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় নিউইয়র্কে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল এবং তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বজ্র–বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ। এ ছাড়া নিউইয়র্কের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা মাত্র ৪ শতাংশ। খেলা চলাকালে বাতাসে প্রায় ৫০ শতাংশ আদ্রর্তা থাকবে এবং ধারণা করা হচ্ছে মাঠে প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার বেগে বাতাস বইবে।

বিশ্বকাপের এই ম্যাচে বাংলাদেশ অবশ্য নামবে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে। এখন পর্যন্ত দুই দলের মধ্যে মুখোমুখি ৮ দেখায় কখনোই দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। উল্টো সবশেষ আসরে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল। সেই অধরা জয়ের লক্ষ্যেই আজ খেলবে টিম টাইগার্স।

ভারত–পাকিস্তান ম্যাচসহ এই মাঠে হওয়া ম্যাচগুলো দেখলে বোঝা যায়, এখানে খুব বেশি রান উঠবে না। সে কারণে আজকের ম্যাচেও মূল লড়াই হবে দুই দলের বোলারদের মধ্যে। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেওয়া কিংবা, ১২০–এর অধিক রান করে তাতে ডিফেন্ড করার লড়াই চালাতে হবে বোলারদেরই। তবে উপযুক্ত রান করতে বড় চ্যালেঞ্জ রয়েছে ব্যাটারদের সামনে। প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া এরইমাঝে নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন। ওটনিয়েল বার্টম্যানও আছেন দারুণ ছন্দে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদরাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দেখাতে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!