সম্প্রতি বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো সুদূঢ় দক্ষিণ আফ্রিকায় বসে আভাস দিয়েছিলেন আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটে কিছু হতে যাচ্ছে। এবার সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে ধীরে ধীরে। টাইগারদের ব্যাটিং কোচের চাকরি ছাড়লেন তারই স্বদেশী অ্যাশওয়েল প্রিন্স।
আর এ খবরটি নিশ্চিত করেছে বিসিবি নয়, দক্ষিণ আফ্রিকার একটি সংবাদমাধ্যম দৈনিক ইন্ডিপেনডেন্ট। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টিম টাইগার্সের সঙ্গে থাকবেন না প্রিন্স।
বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্সের আগমনের পর থেকেই ভাবা হচ্ছিল, যেকোনো সময় চাকরি চলে যেতে পারে প্রিন্সের। যদিও বিসিবির তরফে বারবার আশ্বস্ত করা হয়, ব্যাটিং কোচ হিসেবে প্রিন্সই থাকছেন। তবে সে থাকা আর বেশি দিন স্থায়ী হলো না।
প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে। গত বছর শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শুরুতে চুক্তি করেন প্রিন্স। পরে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও।
এদিকে, চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া অস্ট্রেলিয়ার তারকা পেসার শন টেইট বাংলাদেশে কাজ করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু সবশেষ খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে খোদ পিসিবি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে তাকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে পিসিবির বরাত দিয়ে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইট।
জানা গেছে, ১২ মাসের জন্য দায়িত্ব পেয়েছেন শন টেইট। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলানো সাকলায়েন মুশতাককে ফের এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দলের বোলিং কোচের পদটি এখন শূন্য পড়ে আছে। চাকরি ছেড়ে চলে গেছেন টাইগারদের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন। সেই পদেই বসতে মুখিয়ে ছিলেন টেইট।
খুলনা গেজেট/এএ