খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন জাহানারা

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবছর মার্চে নিউজিল্যান্ডে বসবে মেয়েদের বিশ্ব আসর। মেগা এই টুর্নামেন্টের জন্য আজ (শুক্রবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ফেরানো হয়েছে আলোচিত অলরাউন্ডার জাহানারা আলমকে।

মালয়েশিয়ায় হয়ে যাওয়া আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্বের মূল স্কোয়াডে জায়গা হারান জাহানারা আলম। মূলত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাদ পড়েন তিনি। এ নিয়ে বেশ জলঘোলা হয় ক্রিকেট বোর্ডে। জাহানারা নিজেও বিসিবিতে লিখিত অভিযোগ করেন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

সেই টুর্নামেন্টের পর এবার বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে বিসিবি। যেখানে ঠাঁই হয়েছে জাহানারার।

আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন, অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। বিশ্বকাপ সামনে রেখে আগামী ২৯ জানুয়ারি (শনিবার) ক্যাম্প শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এক নজরে বিশ্বকাপের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!