জেমি ডের সামনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বড় পরীক্ষা। নিজেদের গ্রুপে ম্যাচ খেলতে হবে চারটি। এরমধ্যে তিনটি ম্যাচই হবে দেশের মাঠে। বাছাইপর্বের ম্যাচগুলোতে ভালো করতে চান, তা আগেই বলেছিলেন। এবার ফিফার সঙ্গে সাক্ষাৎকারেও একই কথা শোনালেন ইংলিশ কোচ। সঙ্গে উন্নতি চেয়েছেন বাংলাদেশের ফুটবলের। তবে সব কিছু দেখতে বললেন বাস্তবতার নিরিখে।
করোনার কারণে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত হয়েছিল। আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া খেলাগুলো শুরু হচ্ছে। প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হতে হবে আফগানিস্তানের। নতুন চুক্তি বাড়ানোর পর এটাই বড় পরীক্ষা হতে জেমি ডের। তবে তিনি খুব বেশি প্রত্যাশা রাখছেন না, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। গত দুই বছরে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। বিশ্বকাপের গ্রুপ পর্বে আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলেছি। আমরা সেখানে আন্ডারডগ। এরই মধ্যে চার ম্যাচে আমরা ভালো খেলেছি। তবে সেখান থেকে আরও পয়েন্ট নিতে পারতাম।’
নিজেদের মাঠ থেকে সামনের ম্যাচগুলোতে পয়েন্ট নেওয়ার কথাও উচ্চারিত হলো তার কন্ঠ থেকে, ‘আমরা চার ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছি। এই যেমন কাতারের বিপক্ষে ভালো খেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল খেতে হয়েছে। যা ছিল হতাশাজনক।এখন আমরা বাকি ম্যাচগুলো থেকে পয়েন্ট নিতে চাই। নিজেদের মাঠে খেলা হবে। সেখান থেকে পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাই।’
জেমি ডের অধীনে গত দুই বছরে বাংলাদেশের উন্নতি হয়েছে। এমনটাই বিশ্বাস করেন এই ইংলিশ কোচ। তবে দলটির আরও উন্নতি চাইছেন তিনি। শিষ্যদের কাছে চাইছেন ট্রফি, ‘আমি যখন এখানে আসি, তখন জাতীয় দলের অবস্থা ভালো ছিল না (২০১৮ সালে)। কিন্তু আমি বিশ্বাস করি দুই বছরে আমরা অনেক পথ পাড়ি দিয়েছি। এখন পরবর্তী দুই বছরে আমাদের ট্রফি জেতার একটা আকাঙ্ক্ষা থাকা উচিত।’
খুলনা গেজেট/এএমআর