খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

বাংলাদেশের শুরুর চাপ সামলে নিউজিল্যান্ডের প্রতিরোধ

ক্রীড়া ডেস্ক

দিনের শুরুটা দুর্দান্ত হলেও ছন্দ ধরে রাখতে পারেননি বাংলাদেশ দলের পেসাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের শুরুটা দারুণ করেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। প্রথম ঘণ্টার পর টাইগার বোলারদের উপর ছড়ি ঘোরাতে শুরু করেন নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান উইল ইয়াং এবং ডেভন কর্নওয়ে।

প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজের আগে ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ৬৬ রান। কর্নওয়ে ৩৬ এবং ইয়াং ২৭ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করেন। সফরকারীদের পক্ষে একমাত্র সাফল্যটি আসে শরিফুলের হাত ধরে।

মধ্যাহ্ন বিরতির পর দ্রুত রান তুলছে নিউ জিল্যান্ড। তাতে দলীয় রান চোখের পলকেই শতরান পেরিয়ে গেল। এদিকে ডেভন কনওয়েও তুলে নিয়েছিন ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় ফিফটি। বাঁহাতি ব্যাটসম্যান নিখুঁত ব্যাটিংয়ে ইনিংস বড় করছেন। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন ইয়ং। তাদের জুটির রানও শতরান পেরিয়ে গেছে। ১ রানে লাথামের বিদায়ের পর জুটি বেঁধেছিলেন তারা।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস ভাগ্য কথা বলে লাল-সবুজের হয়ে। তবে নতুন বছরের শুরুতে ব্যাট হাতে নিতে চাইলেন না অধিনায়ক মুমিনুল হক, আমন্ত্রণ জানালেন প্রতিপক্ষকে। অধিনায়কের সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ দিতে যেন উঠেপড়ে লাগলেন তাসকিন-শরিফুল। তাতে সাফল্য আসল ইনিংসের চতুর্থ ওভারে। টম লাথামকে ফেরালেন বাঁহাতি তরুণ পেসার শরিফুল।

ফুল লেংথের বল খেলতে গিয়ে ইন সাইড এজ হয়ে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লাথাম। বাঁদিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ে দৃষ্টিনন্দন একটি ক্যাচ নেন লিটন। তাতে কেন উইলিয়ামসনের পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলতে নামা লাথাম আউট হন ব্যক্তিগত ১ রান করে।

তাসকিন গতি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেন। উইকেটের দুই পাশেই সুইং করিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পরীক্ষা নেন শরিফুল। এতে খেই হারায় স্বাগতিকরা। টানা ৬ ওভার মেডেনের পর ইনিংসের ৪৬ নম্বর বলে দ্বিতীয় রানের দেখা পায় নিউজিল্যান্ড। এরপরের গল্পটা কর্নওয়ে এবং ইয়াংয়ের। ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে রানের প্যাডেলে পা রাখেন দুজন।

তাসকিন-শরিফুলকে খানিক বিশ্রাম দিয়ে এবাদত হোসেনকে নিয়ে আসেন অধিনায়ক মুমিনুল। তাতে লাভ হলো না। উল্টো রানের ঝাপি খুলে বসলেন এবাদত। বিরতির আগে মিরাজ ৩ ওভার হাত ঘোরালেও ব্রেক থ্রু এনে দিতে পারেননি। সব মিলিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৬ রান। কর্নওয়ে ৩৬ এবং ইয়াং ২৭ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

স্কোর: নিউজিল্যান্ড ১১৪/১ (৪২ ওভার)

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!