খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭
  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই সেমিফাইনাল। বাংলাদেশ-পাকিস্তান উভয় দলের সামনেই ছিল এমন সমীকরণ। শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল বাবর আজমের দল। আর তিন পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

এতে করে নির্ধারণ হয়ে গেল বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট। ‘গ্রুপ-১’ থেকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এবং ‘গ্রুপ-২’ থেকে ভারত ও পাকিস্তান নিশ্চিত করেছে শেষ চারের টিকিট।

‘গ্রুপ-১’ এর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ নির্ধারণ হলেও ‘গ্রুপ-২’ এর এখনও তা নির্ধারিত হয়নি। তার জন্য অপেক্ষা করতে হবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচের ফলাফল পর্যন্ত।

বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৯তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে টাইগাররা। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট ও ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচে ৩ জয়ে ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!