খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

‘বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটন গিয়েছিলেন আমীর খসরু’

গেজেট ডেস্ক

বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপি নেতা আমীর খসরু। কিন্তু সফল হননি। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছে। গণতন্ত্রকে গিলে ফেলেছে বিএনপি। কোনো ছলচাতুরিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, সরকার কৃষিতে গুরুত্ব দেয়ায় বৈশ্বিক সংকটের মাঝেও দেশে খাদ্যাভাব হবে না।

তিনি বলেন, পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। টানেলও উদ্বোধনের অপেক্ষায়। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে।

আগামী নির্বাচনের মেনিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ব।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!