কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আমেজ বইছে বাংলাদেশের মাটিতেও। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি কিংবা স্পেনের দলে ভাগ হয়ে দেশের মানুষ উপভোগ করছেন মুলার-নেইমার-মেসিদের এ লড়াই। তবে ভক্তদের বেশিরভাগই আর্জেন্টিনা ও ব্রাজিলের। তাইতো গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করায় আর্জেন্টাইন ভক্তদের মধ্যে উৎসবের কমতি ছিল না।
জয়ের পর মেসিদের সঙ্গে উচ্ছ্বাসে নেমে পড়েন সমর্থকরা। তবে এবারের সমর্থন সবার নজরে পড়ার মতোই ছিল। তাই বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটার হ্যান্ডল থেকে টুইট করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে কয়েকটি ছবিও।
এর আগে ফিফা বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ছবি টুইট করেছিল।
বাংলাদেশের কয়েকটি অঞ্চলের খেলা এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার ফুটবলের অফিসিয়াল টুইটার আইডি ‘Seleccion Argentina’ বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। সেখানে তারা লিখেছে, ‘ধন্যবাদ আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য। তারাও আমাদের মতো পাগল সমর্থক।’