খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং
কর্মসূচি সফল করতে ১৪ টি উপ কমিটি গঠন

বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে খুলনার গণসমাবেশ সফল করা হবে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

সরকারের পতন নিশ্চিতে রাজপথের আন্দোলন তরান্বিত করতে খুলনায় দেশের সর্ববৃহৎ গণসমাবেশের প্রস্ততি নিয়েছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ। বিভাগের ১০ জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবেন খুলনায়। গণসমাবেশ কর্মসূচির জন্য নগরীর শহিদ হাদিস পার্ককে ভেন্যু নির্ধারণ করে চলছে প্রস্ততি। সকল বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে যে কোন মূল্যে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে কর্মসচিতে যোগ দেবেন তারা। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনে সহায়তার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বিএনপির পক্ষ থেকে সহায়তা কামনা করা হয়েছে।

বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচি সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্ততি সভা থেকে এ সব তথ্য জানানো হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কাযালয়ে অনুষ্ঠিত প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা।

আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

যৌথ প্রস্ততি সভা থেকে গণ সমাবেশ কর্মসূচি সফল করতে ১৪ টি উপ কমিটি গঠন করা হয়। আজিজুল বারী হেলাল ও রকিবুল ইসলাম বকুলকে উপদেষ্টা এবং শফিকুল আলম মনাকে আহবায়ক, শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব এবং আমীর এজাজ খান, মনিরুল হাসান বাপ্পী ও তারিকুল ইসলাম জহিরকে সদস্য করে অর্থ উপ কমিটি। মনিরুল হাসান বাপ্পীকে আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা এবং শফিকুল আলম তুহিনকে আহবায়ক ও আবুল কালাম জিয়াকে সদস্য সচিব করে মহানগর সাংগঠনিক উপ কমিটি। শামীম কবিরকে আহবায়ক ও আশরাফুল আলম নান্নুকে সদস্য সচিব করে জেলা এবং মাসুদ পারভেজ বাবুকে আহবায়ক ও শেখ সাদীকে সদস্য সচিব করে প্রচার উপ কমিটি। কাজী মাহমুদ আলীকে আহবায়ক ও হ্সাানুর রশিদ মিরাজ ও মোল্লা ফরিদ আহমেদকে যুগ্ম আহবায়ক করে মঞ্চ ব্যবস্থাপনা উপ কমিটি। মুরশিদুর রহমান লিটনকে আহবায়ক ও মোঃ শরিফুল ইসলাম টিপুকে সদস্য সচিব করে দপ্তর উপ কমিটি। স ম আব্দুর রহমানকে আহবায়ক ও মোল্লা খায়রুল ইসলামকে সদস্য সচিব করে পরিবহন ও যোগাযোগ উপ কমিটি। এহতেশামুল হক শাওনকে আহবায়ক, মিজানুর রহামন মিলটনকে সদস্য সচিব, রফিকুল ইসলাম বাবু, তানভিরুল আযম রুম্মান, রকিবুল ইসলাম মতি ও মোঃ আশরাফুল ইসলামকে সদস্য করে মিডিয়া উপ কমিটি। ডা. আবু জাফর মোঃ সালেহ পলাশকে আহবায়ক করে চিকিৎসা সেবা উপ কমিটি। মাহবুব হাসান পিয়ারুকে আহবায়ক, শেখ তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনুকে যুগ্ম আহবায়ক ও নাজমুল হুদা চৌধুরী সাগরকে সদস্য সচিব করে সাজসজ্জা উপ কমিটি। আমীর এজাজ খানকে আহবায়ক এবং শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, সৈয়দা রেহানা ঈসা ও এ্যাড. ইুরুল হাসান রুবাকে সদস্য করে অভ্যর্থনা উপ কমিটি। আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল ও কে এম হুমায়ুন কবিরের নেতৃত্বে হোটেল ব্যবস্থাপনা উপ কমিটি। বদরুল আনাম খান, একরামুল হক হেলাল ও আলী আক্কাসের সমন্বয়ে আপ্যায়ন উপ কমিটি। খান জুলফিকার আলী জুলুকে আহবায়ক, শের আলম সান্টুকে সদস্য সচিব এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক/ আহবায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে শৃঙ্খলা উপ কমিটি। এ্যাড. নুরুল হাসান রুবাকে আহবায়ক, এ্যাড. মাসুম রশিদ, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও এ্যাড. শহিদুল ইসলামকে সদস্য করে আইনী সহায়তা উপ কমিটি গঠন করা হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় প্রস্ততি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, শেখ আবু হোসেন বাবু, কাজী মোঃ রাশেদ, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, চৌধুরী কওসার আলী, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, শেখ শাহিনুল ইসলাম পাখী, অসিত কুমার সাহা, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, একরামুল কবির মিল্টন, জহর মীর, এস এম মুরশিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন নান্নু প্রমুখ।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!