খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
  গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ স্কুলছাত্র নিহত

বাঁধন খুলনা জোনের নেতৃত্বে সাইফ-দীপজ্যোতি

খুবি প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ খুলনা জোনাল পরিষদের ২০২৪ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাইফ নেওয়াজ। সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা সরকারি কলেজের দীপজ্যোতি ঘোষ মনোনীত হয়েছেন। এবং কমিটিতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে আছেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাহীন আহমেদ।

নবগঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সুমনা ইসলাম, রিয়া ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মুনিয়ারা খাতুন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধক্ষ সুস্ময় দাস, দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন, তথ্য ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ বুলবুল মোল্যা। কার্যনির্বাহী সদস্যরা হলেন-শুক্লা মিস্ত্রি, হৃদয় কুমার রায় ,দীপ্ত সিংহ, তাজরী হোসেন, মনিরা খানম, মো. মেজবাউর রহমান।

বাঁধন খুলনা জোনাল পরিষদের নবনির্বাচিত সভাপতি সাইফ নেওয়াজ বলেন,”বাঁধন মূলত মানুষকে রক্ত দানে উৎসাহিত করার জন্য ও জুরুরি প্রয়োজনে রক্ত সরবরাহ করার জন্য গঠিত হয়। বর্তমানে ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধনের কার্যক্রম চলমান। তার মধ্যে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বাঁধন,খুলনা জোন গঠিত হয়েছে।বাঁধন, খুলনা জোন এই খুলনাঞ্চলে রক্ত সরবরাহে বেশ বড় ভূমিকা রাখছে। আশা করি একদিন সব সুস্থ রক্ত মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে আর রক্তের অভাবে একটি প্রাণও যাবে না।”

উল্লেখ্য, বাঁধন ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর যাত্রা শুরু করার মাধ্যমে বর্তমানে দেশের ৫৪টি জেলায় ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১২টি জোন, ১৪১টি ইউনিট ও ৩টি পরিবারের মাধ্যমে তাদের স্বেচ্ছাসেবী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অ-আঞ্চলিক, অ-জাতিগত, ধর্মনিরপেক্ষ এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!