টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে কার্যত বাঁচা-মরার ম্যাচে কানাডার বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছে বাবর আজমরা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে হারের তেতো স্বাদ পাওয়া ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে গেছে। সুপার এইটে বাবর আজমদের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। পরবর্তী দুই ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।
টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। ইফতেখার আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন সাইম আইয়ুব।
কানাডার বিপক্ষে কিছুটা বাড়তি চাপ নিয়েই মাঠে নামছে এশিয়ার দলটি। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ বলেন, ‘দুটি হারের পর প্রত্যেকের হৃদয়ই ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের কাছে হারের চেয়ে ভারতের কাছে হারটি ছিল বেশি হতাশার। এই মুহূর্তে দলের মনোবল অনেক কমে গেছে।’
তবে এখনো সুপার এইটের আশা হারাচ্ছেন না আজহার। তিনি বলেন, ‘আমাদের যেহেতু ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, তাই মনোবল চাঙা করাটা খুব প্রয়োজন। সবকিছু শেষ না হয়ে যাওয়া পর্যন্ত আমরা আশা হারাচ্ছি না।’
খুলনা গেজেট/এমএম