৩৬ বছরের শিরোপার আক্ষেপ ঘোচাতে কাতারে এসে শুরুতেই বড় ধাক্কা। নিজেদের প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা সৌদি আরবের বিপক্ষে হারের পর আকাশি-সাদাদের জন্য শেষ ষোলোর পথ কিছুটা কঠিন হয়ে গেছে। আশা বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচে জিততেই হবে মেসি-ডি মারিয়াদের।
কার্যত নকআউট ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এদিকে, ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘ডু অর ডাই’ ম্যাচটিতে শুরুর একাদশে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি।
সৌদি আরবের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ আর্জেন্টিনার রক্ষণভাগ। আর তাই গেল ম্যাচের চারজনের তিনজনই ছিটকে যেতে পারেন শুরুর একাদশ থেকে। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আর্জেন্টিনার প্রথম ম্যাচে দলে জায়গা পাওয়া নিকোলাস তাগলিয়াফিকোর এই ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। তার পরিবর্তে জায়গা পেতে পারেন মার্কোস আকুনা। লিসান্দ্রো মার্টিনেজ খেলতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায়।
এ ছাড়া রক্ষণদুর্গে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েল, মিডফিল্ডে পাপু গোমেজের জায়গায় এনজো ফার্নান্দেজকে সুযোগ দেয়া হতে পারে। এ ছাড়া গুইদো রদ্রিগেজ কিংবা অ্যালেক্সিস ম্যাক এলিস্টারও শুরু একাদশে চমক হিসেবেই থাকতে পারেন।
আক্রমণভাগে যথারীতি মেসিকে সঙ্গ দেবেন লাওতারো মার্টিনেজ আর অ্যাঞ্জেল ডি মারিয়া। আর বদলি হিসেবে খেলতে পারেন হুলিয়ান আলভারেজ। গোলপোস্টে কোচের সেরা পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।