খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৪০৬
  কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুদকের মামলা
  ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত
  যুবদল নেতা হত্যা মামলায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

বহুল আলোচিত মুরাদ বিন আমজাদের তওবা

নিজস্ব প্রতিবেদক

খুলনার আলোচিত ইসলাম ধর্মের বিশেষ কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে মিথ্যা মনগড়া ও অবমাননাকর বক্তব্য প্রদানকারী “মুরাদ বিন আমজাদ” তওবা করেছেন।

বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসকের এর কার্যালয়ে খুলনার হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি তওবা ও নিজের ভুল থেকে অনুশোচনা করেছেন।

জেলা প্রশাসকের এর মধ্যস্থতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন। মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, সদর থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ কাফী, সদর থানা সেক্রেটারি মুফতি জাকির হুসাইন, মাওলানা আবদুর রহমান, এফএম হারুনুর রশীদ, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা ইব্রাহীম, মাওলানা মাছুমবিল্লাহ, মুফতি বিলাল শরীফ, মোঃ আবুল কালাম মিলন, মেহরাব রহমান, প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ, সম্প্রতি খুলনা মহানগরীর শিপইয়ার্ডস্থ লবণচরার (জিন্নাহপাড়া ৯ম গলি) আমজাদের পুত্র ‘মুরাদ বিন আমজাদ” নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে ইসলাম ধর্মের অন্যতম মূল স্তম্ভ নামাজ, পবিত্র হজ্জ, হাজরে আসওয়াদে চুম্বন, কাবা শরীফ তাওয়াফ ও ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ নানাবিধ বিধান নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করে আসছিলেন। এমনকি সে তার বক্তব্যে হাজরে আসওয়াদ পাথর ও নামাজ সংক্রান্ত বিষয় বিভ্রান্তকর বক্তব্য, পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা পূজার সমানসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ধর্ম বিদ্বেষী মন্তব্য করেছিলেন। এ বিষয়টি ছড়িয়ে পড়ে, এবং ইসলাম প্রেমিক তৌহিদী জনতা ক্ষোভে ফেঁটে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলামের জেলা ও মহানগরী নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিথ্যাচার ও অবমাননার প্রতিবাদে মুরাদ বিন আমজাদের তওবা অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।

তাদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসকের খুলনার হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপস্থিতিতে তওবা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে মুরাদ বিন আমজাদ তার সকল বক্তব্য প্রত্যাহারপূর্বক অনুশোচনা ও তওবা করেছে। এবং আগামীতে এমন কোন বিতর্কিত বক্তব্য ও লেখালেখি করবে না যার দ্বারা ইসলাম এবং মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!