খুলনায় বিদেশী বিনিয়োগের নামে বহুজাতিক কোম্পানীকে মুরগীর চাষ-সরবরাহের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি। বুধবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের চাহিদার আলোকে মুরগীর ডিম, মাংস ও দুধ উৎপাদন ও অতিরিক্ত প্রোটিন রফতানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ ডিএলএস-কে নিতে হবে। করোনাসহ অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ক্ষুদ্র খামারী-ব্যবসায়ীদের প্রণোদনাসহ পুনর্বাসনের আওতায় আনার দাবি করা হয়।
সভায় খুলনা বিভাগের বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরার বিপিআইএ-এর জেলা কমিটি পুনর্গঠনের জন্য প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেনÑসংগঠনের সহ-সভাপতি শেখ রেজানুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, তপন পাল, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, নির্বাহী সদস্য সাবেক সভাপতি মোঃ সালাহ্ উদ্দিন, শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ আব্দুল আহাদ, মোঃ মামুন, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ নয়ন হাওলাদার প্রমুখ।
খুলনা গেজেট/এমএম