খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পাঠকপ্রিয় হবে ঢাকা পোস্ট : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পাঠকের মন জয় করবে ঢাকা পোস্ট এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। পাঠকদের মন জয়ের পাশাপাশি ঢাকা পোস্ট যেন প্রতি সবার আগ্রহ সৃষ্টি করতে পারে সেই কামনা করেছেন তিনি।

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক, খুলনা মোহাম্মদ মিলন। কেক কাটা শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

ঢাকা পোস্টের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেছেন, জনগণের চতুর্থ স্তম্ভ হিসেবে ঢাকা পোস্ট কাজ করবে। এখনকার অনলাইনের ভিড়ে ঢাকা পোস্ট বস্তু নিষ্ঠতা ধরে রাখতে পারে। সময়ানুবর্তিতা ও সত্য বলার যে সাহস সেটিকে সামনে রেখে অনলাইনটি তার অগ্রযাত্রা ধরে রাখতে পারে। অনলাইন পত্রিকাটি ভালো করবে, এটি একটি জনসাধারণ এবং গণমানুষের পত্রিকা হয়ে উঠবে। ঢাকা পোস্ট নিরপেক্ষ থেকে সব ধরনের নিউজ প্রকাশ করবে। নির্দলীয়ভাবে ঢাকা পোস্ট এগিয়ে যাবে সেই কামনা করি। অবহেলিত জনগনের পাশে থাকবে ঢাকা পোস্ট।

কেক কাটা, সভা ও শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও ঢাকা পোস্টকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম নজরুল ইসলাম, একে হিরু ও শেখ আবু হাসান, বর্তমান সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান, মামুন রেজা ও মল্লিক সুধাংশু, শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহাবুব আলম সোহাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মামুন-অর রশিদ, আযম খান কর্মাস কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক এমএম কবির আহমেদ, খুলনা চেম্বার অব কর্মাসের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, ইউ এস বাংলা খুলনা অফিসের ম্যানেজার সুজন আহমেদ, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, নিরাপদ সড়ক চাই খুলনার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, টিভি রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এএইচএম শামীমুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সহকারি সম্পাদক এসএম নূর হাসান জনি, মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক দেবব্রত রায়, এসএম কামাল হোসেন, মিলন হোসেন, ইলিয়াস আহম্মেদ, শেখ আল-এহসান, আহম্মদ মুসা রঞ্জু, উত্তম মন্ডল, আশরাফুল ইসলাম নুর, মামুন আব্দুল্লাহ রুবেল, রকিবুল ইসলাম মতি, আল মাহামুদ প্রিন্স, আমিনুল ইসলাম, অভিজিত পাল, আরাফাত হোসেন অনিক, হেল্লাল মোল্যা, হাসানুর রহমান তানজির, রফিক আলী, বেল্লাল হোসেন সজল, কামরুল আহসান, আজিজুর রহমান, আমিরুল, মেহেদী হাসান বাপ্পী, তৃরান মল্লিক, মানিক মোল্লা, মশিউর রহমান জনি, মফিজুর রহমান জয়, রনিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!