খুলনার এক ঝাঁক তরুণ, দক্ষ, মেধাবী ও নিষ্ঠাবান সাংবাদিকের সমন্বয়ে ‘খুলনা গেজেট’ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। যে কোন পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ উপস্থাপন পত্রিকার মূল কাজ, এক্ষেত্রে ‘খুলনা গেজেট’ অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করি।
বর্তমান সরকারের সুদূর প্রসারী পরিকল্পনার কারণে অল্প সময়ের মধ্যেই আমরা ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছি। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন পত্রিকার সংখ্যা এবং পাঠকপ্রিয়তা। ব্যক্তিগতভাবে আমি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে স্বাধীনতা যেন সত্যের পক্ষে যায় এবং দেশের গণতন্ত্রের বিকাশ, লালন ও পরিচর্যায় ব্যবহৃত হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনেক আগে থেকেই এদেশের গণমাধ্যম দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ‘খুলনা গেজেট’ অগ্রণী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা করি।
এদেশের অনলাইন পত্রিকার পাঠকের একটি বিরাট অংশ শিক্ষার্থী। তাদেরকে গুরুত্ব দিতে হবে, তাদের প্রত্যাশা, চাহিদা ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড়ো অর্জন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
‘খুলনা গেজেট’ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য, উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।
ভাইস-চ্যান্সেলর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা গেজেট / এনআইআর