খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ‘খুলনা গেজেট’র কাজী মোতাহার রহমান

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার গুণী সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

এ অনুষ্ঠানে দেশের তৃণমূল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্যে ৬৪ জেলার ৬৪ গুণী সাংবাদিক এবং ১১ জন অনুসন্ধানী সাংবাদিককে পুরষ্কৃত করা হয়। জেলার সম্মাননাপ্রাপ্ত প্রতি সাংবাদিককে উত্তরীয়, সম্মাননাপত্র এবং এক লাখ টাকা অর্থমূল্য উপহার হিসেবে দেয়া হয়। অনুসন্ধানী প্রতি সাংবাদিককে সম্মাননাপত্র ও আড়াই লাখ টাকা উপহার দেয়া হয়।

দেশের মিডিয়া ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ জুরিবোর্ড প্রধান অধ্যাপক ড. মো. গোলাম রহমান। সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।

খুলনা জেলার গুণী সাংবাদিক হিসেবে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তিতে কাজী মোতাহার রহমান খুশী। কাজী মোতাহার রহমান ১৯৮২ সালে খুলনার স্থানীয় দৈনিক জনবার্তা (অধুনালপ্ত) পত্রিকায় যোগ দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি এ পর্যন্ত খুলনা ও ঢাকা থেকে প্রকাশিত নানা দৈনিক পত্রিকায় কাজ করেছেন। এরমধ্যে রয়েছে দৈনিক জন্মভূমি, দৈনিক পূর্বাঞ্চল, পাঠকের কাগজ, প্রবাহ, সময়ের খবর, আমার দেশ, দি ডেইলি ইন্ডিপিন্ডেন্ট ও আলোকিত বাংলাদেশ। বর্তমানে তিনি খুলনা থেকে প্রকাশিত অন-লাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলাদেশ বেতার-এর প্রথম ‘খুলনা জেলা সংবাদদাতা’ হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার নিয়েও তিনি বরাবর সোচ্চার। ১৯৮৬ সালে কাজী মোতাহার রহমান খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং ১৯৯৫ সালে খুলনা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আশাশুনি উপজেলার পল্লীতে এপিএস ডিগ্রী মহাবিদ্যালয়, পাইকগাছার সোলাদানা আবু হোসেন কলেজ, নাকনা নি¤œ মাধ্যমিক বিদ্যা নিকেতন ও কয়রা উপজেলার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে তিনি যুক্ত। ‘খুলনায় গণমাধ্যম: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ এবং ‘খুলনায় বঙ্গবন্ধু’ নামে গ্রন্থ প্রকাশিত হয়েছে।

১৯৫৮ সালের ১০ নভেম্বর কাজী মোতাহার রহমান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর (নাকনা) গ্রামে জন্মগ্রহণ করেন। খুলনা মহানগরীর টুটপাড়া ইস্ট লিঙ্ক রোডে বসবাস করেন। খুলনা জিলা স্কুল, কালিগঞ্জ পাইলট স্কুল, কালিগঞ্জ মহাবিদ্যালয়, এম এম সিটি কলেজ, খুলনা এবং খুলনা সিটি ল কলেজে পড়াশোনা করেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএ, এলএলবি। একনিষ্ঠ, সৎ ও পরিশ্রমী সাংবাদিক হিসেবে তিনি খুলনায় পরিচিত।

মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তিতে তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, স্বনামধন্য জুরি বোর্ডের বিচক্ষণতা প্রশংসার দাবি রাখে। তাঁদের শ্রম ও মেধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর মতে, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ দেশের অনুসন্ধানী ও সৃজনশীল সাংবাদিকতার প্রতি যেমন স্বীকৃতি, তেমনি অনুসন্ধানী ও সৃজনশীল সাংবাদিকতাকে উৎসাহিত করবে। নতুন প্রজন্ম এতে উৎসাহিত হবে।

তিনি এ বিরল সম্মাননা ও স্বীকৃতির জন্য বসুন্ধরা মিডিয়া সেল-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের সাংবাদিকতা বিকাশে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!