খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে ২০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল, থাকবে বিশেষ টহল
  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে

বসুন্ধরা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে রেডসান ও এজাজ একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রæপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রেডসান ক্লাব ও এজাজ ফুটবল একাডেমি। দিনের অপর ম্যাচটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর পৌনে ১টায় নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে রেডসান ক্লাব ও ইন্টার মিলান ক্লাব। খেলায় রেডসান ক্লাব ৪-২ গোলে ইন্টার মিলান ক্লাবকে পরাজিত করে। রেডসানের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রবিউল করেন হ্যাট্রিক। তিনি খেলার ১২, ৩০ ও ৫৮ মিনিটের সময় গোল ৩টি করেন। ১৯ মিনিটের সময় দলের অপর গোলটি করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় শিমুল। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, আকিব জাভেদ, আজিবর রহমান ও ফয়সাল শেখ।

দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এজাজ ফুটবল একাডেমি বনাম ইয়ং আবাহনী ক্রীড়া চক্র। খেলায় এজাজ ফুটবল একাডেমি ১-০ গোলে ইয়ং আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। খেলার ৫৪ মিনিটের সময় দলের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেন ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব। খেলায় রেফারী ছিলেন কামাল হোসেন, শহিদুল ইসলাম, আকিব জাভেদ ও নিশান।

বিকেল ৪টায় দিনের তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে বিকেএসপি খুলনা এবং নিউ একতা ক্লাব। উভয় পক্ষের কোন খেলোয়াড় গোল করতে না পারায় খেলাটি গোলশুণ্যে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলায় রেফারী ছিলেন বাশির আহমেদ লালু, আলী আকবর, জসিম উদ্দিন ও সাহাতাপ।

বুধবার (১২ অক্টোবর) বিকেএসপি মাঠে ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর পৌনে ২টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ম্যানসিটি ক্লাব বনাম শেরে বাংলা স্মৃতি সংসদ বিকেল ৪টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিজান স্মৃতি সংসদ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ ক্লাব।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!