খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

বসুন্ধরা কিংসের গ্রুপে মালদ্বীপ ও ভারতের ক্লাব

ক্রীড়া ডেস্ক

এএফসি কাপ-২০২২ আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে ‘ডি’ গ্রুপে। যে গ্রুপের অন্য তিন দলের দুটি হচ্ছে ভারতের গোকুলাম কেরালা এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। চতুর্থ দলটি আসবে প্লে-অফ থেকে। সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়।

গতবার বসুন্ধরা কিংস এএফসি কাপের পরের রাউন্ডে যেতে পারেনি। বসুন্ধরা কিংসের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় দল আবাহনীও খেলবে এএফসি কাপে। তবে তারা খেলবে গতবারের মতো প্লে-অফ পর্বে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের উর্ধ্বগতি। যে কারণে খেলা সেন্ট্রাল ভেন্যুতে হওয়ার সম্ভাবনা বেশি। বসুন্ধরা কিংস স্বাগতিক হতে চায়।

দেশের প্রথম দল হিসেবে এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে আবাহনীর। এবার তাদের সামনে আবারও এএফসি কাপে খেলার সুযোগ এসেছে। ড্রতে নির্ধারিত হয়েছে লাইনআপ। আবাহনীকে প্রিলিমিনারি রাউন্ড থেকে শুরু করতে হচ্ছে। ১২ এপ্রিল প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ভ্যালেন্সিয়া ও ভুটানের পারো এফসির মধ্যে বিজয়ী কোন একটি দল।

এই ম্যাচ জিততে পারলে প্লে-অফ পর্বে ১৯ এপ্রিল ভারতের মোহনবাগানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে আবাহনীর। সে ক্ষেত্রে মোহনবাগানকে আগে নেপালের মাচিন্দা ও শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে জিতে আসতে হবে। আবাহনী ওই দুই ম্যাচের বাধা পার হতে পারলেই গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ থেকে ২৪ মে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল ভেন্যুতে হবে এই খেলা।

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী তৃতীয় হয়েছিল। রানার্সআপ শেখ জামালের খেলার কথা ছিল এএফসি কাপে; কিন্তু ক্লাবটির এএফসি ক্লাব লাইসেন্স না করায় অংশগ্রহণের সুযোগ হারিয়েছে। আবাহনী তাই পেয়ে গেছে খেলার সুযোগ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!