খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

বসতবাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে মা-ছেলে আহত

গেজেট ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণে মা-ছেলে আহত হয়েছেন। এ সময় উড়ে গেছে ঘরের জানালা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাপত্র। শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকার তবজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম (৫৫) ও তার ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৩)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আহত শহিদের ভাই আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম বলেন, রাতে ফাহমিনা ও তার ছেলে শহিদুল ইসলাম তাদের ঘরে অবস্থান করছিল। এ সময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে চারপাশ। পরে স্থানীয়রা গিয়ে ঘরে মা-ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ সময় আহত মা ও ছেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানান।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ সুইট বলেন, আহত অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকেই বিস্ফোরণে তারা আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ককটেল বিস্ফোরণে মা-ছেলে আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে না পারলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ককটেল বানানোর সময় এ ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আরিফুল নামে একজনকে আটক করা হয়েছে। আর ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!