গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপাচার্য তার অফিসে যোগদান করেন এবং উপ-উপাচার্য দুপুর ২টায় যোগদান করেন। এসময় তাদেরকে ফুলেল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
যোগদানের পর উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী,বশেমুরবিপ্রবি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন।
বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্যের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, “আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আশা করি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করবেন। এখানে অনেক সমস্যা থাকলেও সবগুলো একবারে সমাধান করা সম্ভব নয়। আমরা ধীরে ধীরে সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে এবং সেইসাথে শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক শিক্ষার্থীর মতো গড়ে তোলার চেষ্টা থাকবে।”
খুলনা গেজেট/এএজে