দ্বিতীয় দিনের পর তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ষোষণা করা হয়েছে কোনো বল মাঠে গড়ানোর আগেই । দুপুর আড়াইটায় মাঠ পরিদর্শন শেষে এই সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
সকাল থেকেই কানপুরে বৃষ্টি না নামলেও আকাশ ছিল মেঘলা। সবাই আশায় ছিল দ্বিতীয় সেশন থেকে খেলা শুরু হবে বলে।
প্রথম সেশন গড়িয়ে যখন দ্বিতীয় সেশনও শেষের পথে, তখন আম্পায়াররা তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত নিলেন ম্যাচ পরিত্যক্ত করার জন্য।
খেলোয়াড়দের জানানো হয়েছিল আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা যাচ্ছে না। তাই আজ হোটেল থেকেও আসেননি দুই দলের খেলোয়াড়েরা। আর সাংবাদিকদের বলা হয়েছে, খেলা শুরু হচ্ছে না আলোক স্বল্পতার কারণে।তাই ম্যাচ শুরু না হওয়ায় তৈরি হয়েছে ধোয়াশা।
প্রথম যে ৩৫ ওভার খেলা হয়, তাতে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।
খুলনা গেজেট/এএজে