বলিউডে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
প্রতিভাবান অভিনেত্রী সাই পল্লবী’ যিনি ‘ফিদা’ ও ‘লাভ স্টোরি’ এর মতো ব্লকবাস্টার সিনেমায় তার অভিনয় এবং নাচের দক্ষতা দিয়ে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে মোহিত করেছেন। এবার তিনি বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে জুটি বাঁধবেন। সুপারহিট তামিল ছবি ‘লাভটুডে’ এর হিন্দি রিমেকের জন্য তারা জুটি বাঁধছেন।
বর্তমানে জুনায়েদ খান যশরাজ ফিল্মসের চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিছেন। যদিও তার প্রথম ছবি এখনো মুক্তি পায়নি।
প্রতিবেদন থেকে জানা গেছে, ইতোমধ্যেই তিনি দ্বিতীয় সিনেমায় সাক্ষর করেছেন এবং এতে দক্ষিণের তারকা সাই পল্লবী রয়েছেন।
অঘোষিত এই প্রজেক্টে সাই পল্লবীর সঙ্গে তাকে দেখা যাবে। এটি পরিচালনা করবেন সুনীল পান্ডে। বলা হচ্ছে, ছবিটি একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।
মূল চলচ্চিত্রটি প্রদীপ রঙ্গনাথন পরিচালিত ২০২২ সালের একটি রোমান্টিক কমেডি সিনেমা। এতে যোগী বাবু, ইভানা, রাভিনা রবি এবং অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
রাশমিকা, রাকুল প্রীত সিং, র্কীডু সুরেশ এবং ঋতু ভার্মার পর এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পালা সাই পল্লবীর। যদিও তিনি গ্ল্যামারের চেয়ে প্রতিভাকে বিশ্বাস করেছিলেন, এখন তার সামনে বলিউডের নতুন চ্যালেঞ্জ।
খুলনা গেজেট/ এএজে