খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘উদীয়মান যুব সমাজ’ এর নানা আয়োজন

পাঁচদিন ব্যাপী মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু ১৬ ডিসেম্বর

ক্রীড়া প্রতিবেদক

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পাঁচদিন ব্যাপী মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন হবে। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখায় এলাকার বীর মুক্তিযোদ্ধাদের এবং মহামারী করোনাকালে জীবনবাজী রেখে পরোকারী করোনাযোদ্ধাদের ওইদিন সুলতান আহম্মেদ স্মৃতি পদক ও সম্মাননা দেয়া হবে। স্বেচ্ছাসেবী সংগঠন নগরীর খালিশপুরের আলমনগরের ‘উদীয়মান যুব সমাজ’ এ কর্মসূচীর আয়োজক।

সোমবার দুপুরে কেসিসি’র আলতাফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর খালিশপুর থানাধীন ১৩, ১২ ও ১৫নং ওয়ার্ডের প্রতিটি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের জন্য ব্যবস্থা করা হচ্ছে উপহার সামগ্রী। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাটা হবে ৫০ পাউন্ড ওজনের কেক। থাকছে ৫দিন ব্যাপী এলাকার মা-বোন-ভাবী-চাচীদের নিজেদের তৈরী জিনিসপত্র নিয়ে বিজয় মেলা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ও শেখ সুলতান আহম্মেদ স্মৃতি পদক-২০২১ তুলে দিবেন সংগঠনের প্রধান উপদেষ্টা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রসঙ্গত্ব, গত বছরের ২৩ নভেম্বর খালিশপুরে তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে মানব সেবার লক্ষ্যে ‘উদীয়মান যুব সমাজ’ গঠন করা হয়। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে একঝাঁক তরুন ও শিক্ষিত মেধাবী উদীয়মান যুবক নিরলস কাজ করছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্যানেল মেয়র এ্যাড. মেমোরি সুফিয়া রহমান শুনু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ টোনা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ি সামসুল আলম লিপন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিক খান রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!