আন্দোলনের মুখে এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে উপাচার্য ড. শুচিতা শারমিন, উপ-উপাচার্য ড. গোলাম রব্বানি এবং কোষাধ্যক্ষ ড. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হলো।
অপর একটি প্রজ্ঞাপনে অন্তর্বতী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালযের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
সদ্য সাবেক উপ-উপাচার্য গোলাম রাব্বানি এবং কোধাষ্যক্ষ অধ্যাপক মামুন অর রশিদ প্রজ্ঞাপনের বিষয়টি স্বীকার করেছেন।
উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষক-ছাত্ররা গত ২৮দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। সেই আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে কয়েজন শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করে।
অনশনে গিয়ে মঙ্গলবার অন্তত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে একদফা দাবীতে শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে।
খুলনা গেজেট/এএজে