স্বপ্ন আর বুনবে কিনা, যাচ্ছে না তো বলা
পথের মাঝে পথিক ভাবে, আর কি যাবে চলা?
এতদিনের এই পৃথিবী এমন তো দেখি নাই
বিশ্ব যেন হতভম্ব, ভাবছে-হায়! কোথায় এখন যাই।
যাওয়ার পথে শেওলা বোঝাই, ফেরার পথে কাঁটা
দুঃখ বোঝাই নোনা জলে, কেবল শূন্যে হাঁটা।
বুকের মধ্যে ফাঁপড় লাগে, ঘরের মধ্যে জমাট
মরণ ব্যাধির নাম শুনলেই কেউ খোলে না কপাট।
আমরা তবে যাচ্ছি কোথায়? প্রশ্ন, জবাব নেই:
আল্লাহ এসে বাঁচিয়ে দেবেন, সে ভরসাও নেই।
বহুৎ দেশের সংগে আছে বহুৎ লেনাদেনা
সৃষ্টিকর্তা মাথার উপর, পাহাড় সমান দেনা।
তাঁরই দেশে বসবাসে, তাঁকেই ভুলে থাকি
বেশ একটা আরাম-আয়েস, নিজেই চিত্র আঁকি।
ভাবখানা এই, এসব আমার, আমিই হর্তাকর্তা
‘স্রষ্টা’ যদি থাকে কোথাও, থাকুক গিয়ে, আমার তাকে কিতা।
মুখে এখন আল্লা-আল্লা, সবাই খোঁজে তাঁকে
আল্লাহ জানেন ‘করোনা’ গেলেই সবাই ভুলবে তাঁকে।
সত্যি কিছু হচ্ছে নাকি? বিশ্ব বিবেক নড়ছে নাকি?
কোথাও ফাঁটল ধরছে নাকি, নগ্ন-সভ্যতায়?
দেখে শুনে হচ্ছে মনে যাক না ব্যাধি এই এখনে।
আমরা আবার বিশ্বটা-কে করবো একাকার।
খুলনা গেজেট/এমএম