ঘূর্ণিঝড় আম্পানে পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্থ সাতক্ষীরার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের অর্ধশতাধিক বানভাসি অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে সমিতির সদস্যরা। এছাড়াও জেলায় অধ্যায়নরত ইবি’র ১৫ জন অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে তারা।
সমিতির সভাপতি এসএম সাইফুল্লাহ ও সাধারণ সম্পাদক আবুজার গিফারীর নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক জি এম শাহী রেজা, মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক সাইমুম, কোষাধ্যক্ষ ত্বরিক উজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবু সোহান, বির্তক ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, সহকারী হল সমন্বায়ক আহসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে ইবিতে প্রতিষ্ঠা লাভ করে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন দুর্যোগ, জলোচ্ছ্বাস, বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে সংগঠনটি।
খুলনা গেজেট/এআইএন