খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত
  জুলাই গণহত্যা : ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক মাসে তদন্ত শেষ করার নির্দেশ
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

গেজেট ডেস্ক

আজ শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বন্যায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জনে।

শেষ ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে বন্যার পানিতে ডুবে সাতজন এবং সাপের কামড়ে একজন এবং অন্য কারণে আরেকজন মারা গেছেন।

গত ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত এই মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ সময়ে ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে রয়েছে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগের একটি উপজেলা বন্যা কবলিত।

তবে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। এর মধ্যে সিলেটের ১৩টি, সুনামগঞ্জের ১১টি, নেত্রকোনার ১০টি এবং কুড়িগ্রামের ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, বন্যা দুর্গতদের জন্য মোট এক হাজার ৯৪৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দুই হাজার ৫১টি মেডিকেল টিম বন্যাকবলিত লোকদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কাজ করছে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!