কুষ্টিয়ার মিরপুরে ওলি আহাদ শেখ (৩৪) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। এক বন্ধুর বাড়িতে বেড়াতে বাংলাদেশে এসেছিলেন তিনি।
শুক্রবার (১৫ডিসেম্বর) দুপুরে মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ওলি আহাদ শেখ অসুস্থ হয়ে পড়েন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক শফিকুল জানান, ভারতীয় নাগরিক ওলি আহাদ শেখ এক সময় সৌদি আরবে থাকতেন। প্রবাসে তার সঙ্গে মেহেরপুরের গাংনী উপজেলার গারাবাড়ি লিটনের সঙ্গে পরিচয় হয়। এর সূত্র ধরে কয়েকদিন আগে লিটনের বাড়িতে বেড়াতে আসে ওলি।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারীতে বেড়াতে আসেন ওলি ও তার বন্ধুরা। ঘোরাফেরার একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন ওলি। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হাসপাতাল থেকে ওলি শেখের মরদেহ মেহেরপুরের গাংনীতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তার মরদেহ মিরপুর থানায় নিয়ে আসে। বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
খুলনা গেজেট/ টিএ