খুলনা, বাংলাদেশ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি : মির্জা ফখরুল
  প‌বিত্র ঈদুল ফিতর আজ। আমা‌দের অগ‌ণিত পাঠক, দর্শক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে খুলনা গে‌জেট প‌রিবা‌রের পক্ষ থে‌কে শুভেচ্ছা। ঈদ মোবারক

বন্ধুমহল সমাজ কল্যান সংস্থার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

গেজেট ডেস্ক 

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারার মাঝে অনেক আনন্দ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে “আমরা ভালোর সাথে” স্লোগানকে সামনে রেখে ৫ বছর ধরে কাজ করে আসছে খুলনার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা।

জাতিসংজ্ঞ পার্কে বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা আয়োজনে শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টায় নিজস্ব অর্থায়নে সমাজের হতদরিদ্র অসহায় ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুহিন বলেন, সবাইকে নিয়ে সুন্দর সমাজের স্বপ্ন দেখলে বন্ধুমহল হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের প্রতি দায়িত্বে জায়গা থেকে সবাইকে মানুষের কল্যানে কাজ করতে তিনি সমাজের স্বচ্ছল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা হুমায়ুন কবীর, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বন্ধুমহলের উপদেষ্টা মিজানুর রহমান মিলটন, খুলনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, সাংবাদিক কৌশিক দে, আশফাকুর রহমান সাগর, লিটন ইরফান, সোহাগ দেওয়ান, আলি পাকবাজ জুয়েল, আওয়াল শেখ, মাসুদ পারভেজ হিরন, রুবেল আহমেদ, বেলাল হোসেন, আবু আনসারী মুন্না, রুহেল হাওলাদার প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিতেব করেন বন্ধুমহল সমাজ কল্যান সংস্থার সভাপতি শাহিনুল ইসলাম ও পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

-খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!