খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ২২
  কুষ্টিয়ার বটতৈলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার একটি তুষার-আবদ্ধ এলাকায় অভিযানের সময় দুইজন নিহত হন। এর আগে শুক্রবার একজনকে হত্যা করে ভারতীয় বাহিনী।

সরকারী সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার নিহত ব্যক্তিরা পাকিস্তান ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ (জেএম) সংগঠনের সাথে জড়িত ছিল। এদের মধ্যে একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহও অন্তর্ভুক্ত দাবি ভারতের। নিহত সেনা কর্মকর্তা ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন।

সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক্স-এ একটি পোস্টে বলেছে, “খাতরু, কিশতওয়ারে চলমান অভিযানে, খারাপ এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, আরও দুই পাকিস্তানি সন্ত্রাসীকে খতম করা হয়েছে। একটি একে এবং একটি আম৪ রাইফেলসহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে”।

এর আগে বুধবার ওই অঞ্চলে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান অব্যাহত রয়েছে। তারা বলেছে, বুধবার থেকে উধমপুর জেলার বসন্তগড় এবং রামনগর এলাকায় আরও তিন সন্ত্রাসীর একটি দলকে খুঁজে বের করার জন্য একটি পৃথক অভিযান চলছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!