টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে নিউগিনিকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দুই বারের চ্যাম্পিয়নরা। নিউগিনির দেয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় ৬ বল হাতেই জয় পেয়েছে ক্যারিবীয়রা।
রোববার (২ জুন) সি-গ্রুপের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাপুয়া নিউগিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে তারা। ১৩৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। স্ট্রাইকে এসেই অ্যালেই নাওয়ের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ওপেনার জনসন চার্লস। এরপর ৫৪ রানের জুটি করেন নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং।
২৭ বলে ২৭ রান করে আউট হন পুরান। জন কারিকোর বলে টনি উরার হাতে ক্যাচ হন তিনি। পুরানের যেতে না যেতেই সাজঘরের পথে হাঁটতে শুরু করেন কিংও (২৯ বলে ৩৪)। আসাদ ভালার বলে লেগা সিয়াগোর তালুবন্দি হন ডানহাতি ক্যারিবীয় ব্যাটার। অধিনায়ক রোভম্যান পাওয়েল করেন ১৪ বলে ১৫ রান। ২৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন রস্টন চ্যাজ। তার সঙ্গে ৯ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল।
এর আগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাপুয়া নিউগিনি। প্রথম চারের জন্য অপেক্ষা করতে হয় চতুর্থ ওভার পর্যন্ত। পাওয়ার প্লে’র শেষ ওভারে দুই চারে ঝড়ের আভাস দিলেও শেষ বলে আউট হয়ে উল্টো বিপদ বাড়ান অধিনায়ক ভালা। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে দলটির রান দাঁড়ায় ৩৪।
হিরি হিরিও দ্রুত বিদায় নিলে চাপের মুখে চার্লস আমিনির ১২ ও চাদ সপার ১০ রান করেন। কিপলিন দরিগা ক্যারিবীয় বোলারদের দেখেশুনে খেলে ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন, হাঁকান তিনটি চার। ৪৩ বলে ৫০ রান করে সেসে বাউ ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান জড়ো করে পাপুয়া নিউগিনি।