সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদেবুনিয়াসহ কয়েকটি এলাকা থেকে উদ্ধারকৃত ৬৫ জন জেলেকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বনবিভাগ।
রোববার (২১ আগষ্ট) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। জেলেরা বরগুনা ও পিরোজপুর জেলার বাসিন্দা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) ইকবাল চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় বনবিভাগের স্মার্ট পেট্রলিং টিমের সদস্যরা সুন্দরবনের মাহমুদা নদী ও হলদেবুনিয়া এলাকা থেকে ভাসমান ৬৫ জন জেলেকে উদ্ধার করে। বঙ্গোপসাগরে মাছ ধরতে এসে বৈরী আবহাওয়ার কবলে পড়েন এসব জেলেরা। রোববার বিকেলে উদ্ধারকৃত জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ টি আই