বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ইয়াকুব আলী বাওয়ালী নামের আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় জেলেদের জালে উঠে আসে ইয়াকুবের মরদেহ।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে মরদেহ নিয়ে বাগেরহাট কেবি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছন ইয়াকুবের ভাইয়ের ছেলে ইব্রাহিম আমানি। তবে এই মরদেহ উদ্ধারের বিষয়ে কোন তথ্য নেই বন বিভাগের কাছে। এই নিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করল জেলেরা।
নিহত ইয়াকুব আলী বাওয়ালী কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে।
নিহত ইয়াকুবের ভাইয়ের ছেলে ফিশিং ট্রলার মালিক ইব্রাহিম আমানি বলেন, রবিবার রাতে দুবলার চরের ২৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরের নীলা বয়া এলাকায় মাছ ধরছিল জেলেরা। এসময় জেলেদের জালে ইয়াকুব আলীর মরদেহ উঠে আসে। এমন মৃত্যু আমাদের খুব কষ্ট দিচ্ছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ১৮ ট্রলার ডু্বে যায়। এসম বেশকিছু জেলে নিখোঁজ হয় শনিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে জাহাজভাঙ্গা চর এলাকায় দুটি ট্রলারের মধ্য থেকে শেখ ও ইসমাইল শেখের মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত অন্তত পাঁচ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
খুলনা গেজেট/এনএম